প্রজাপতির নির্বন্ধ / Projapotir Nirbondha (Bengali): Bengali comic novel

Front Cover

প্রজাপতির নির্বন্ধ, হাস্যরসাত্মক উপন্যাস। পরে "চিরকুমার সভা" নামে এই উপন্যাসের নাট্যরূপটি প্রকাশিত হয়। 

 

Common terms and phrases

৷ অক্ষর ৷ ৷ আমার ৷ আমি ৷ কিন্তু ৷ তা ৷ না ৷ বিপিন ৷ ৷ রসিক ৷ ৷ শেল ৷ ৷ শ্রীশ ৷ ৷ সে অক্ষয় আছে আছে ৷ আজ আপনাদের আপনার আপনি আমরা আমাকে আমাদের আমার আর এই এক একটা একটি একটু এখন এত এবং এমন ওর কথা করতে করবেন করি করিবা করিয়া করে করেছেন কহিল কহিলেন কাছে কাজ কি কিছু কী কেন কেবল কোনো চন্দ্রবাবু চোর ছিল জনে ঠিক তখন তবে তা হলে তাই তাদের তার তাহার তিনি তুমি তে তো তোমার থেকে দিতে দিযে দুটি নর না ৷ নাম নি নিযে নির্মলা ৷ নীরবালা ৷ নে নেই ৷ পারি পারে পুরবালা ৷ পুর্ণ ৷ প্রবেশ প্ৰতি বল বলে বুঝি ভাই ভালো মতো মধে মনে মশার যখন যদি যার যে যেন রসিকবাবু রিপিন শ্রীশবাবু সঙ্গে সভার সমর সম্বন্ধে সে সেই হইতে হইবা হচ্ছে হঠাৎ হতে হবে ৷ হযে হযেছে হর হল

About the author (2014)

 রবীন্দ্রনাথ ঠাকুর (৭ই মে, ১৮৬১ - ৭ই আগস্ট, ১৯৪১) (২৫ বৈশাখ, ১২৬৮ - ২২ শ্রাবণ, ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাঁকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তাঁর জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তাঁর সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

Bibliographic information